১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জাপা চায় না

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি জাতীয় পার্টি (জাপা) চায় না বলে জানিয়েছেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আমাদের চাওয়া সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন। রোববার রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সম্মিলিত জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

রুহুল আমিন বলেন, ১৯৯০ সালে এরশাদ সাহেব জেলে থেকে নির্বাচন করেন। সে সময় বর্তমান বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ বাচ্চাদের নিয়ে জেলে ছিলেন। এ ধরনের পরিস্থিতি রাজনীতির জন্য অনাকাঙ্ক্ষিত। আমরা এ ধরনের পরিস্থিতি দেখতে চাই না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে। আগাম বক্তব্য দেওয়া যাবে না। তবে নির্বাচনে তারা অংশ নিবে এটা আমরা ধরে নেই। কারণ নির্বাচন হলো পার্টির অবস্থান জনগণের কাছে কতটুকু আছে তা যাচাই করা। আরেক প্রশ্নের জবাবে রুহুল আমিন বলেন, সরকারের সাথে আমাদের ৩ জন মন্ত্রী রয়েছে। তবুও আমরা সংসদে সরকারের নানা সমালোচনা করে থাকি। তিনি বলেন, দেশের স্বার্থে, উন্নয়নের জন্য সরকারের সঙ্গে রয়েছি। এখানে কোনো সমস্যা দেখছি না।

এদিকে দুপুর ১২টার দিকে শুরু হয় লিয়াজোঁ কমিটির বৈঠক। এতে অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, আলহ্বাজ সাহিদুর রহমান ট্যাপা, এস এম ফয়সল চিস্তি, মেজর (অব.) খালেদ আক্তার।

এছাড়া জোটের পক্ষ থেকে অংশ নেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন, জাতীয় ইসলামী মহাজোটের আলহ্বাজ আবু নাসের ওহেদ ফারুক, বাংলাদেশ জাতীয় জোট (বি এনএ) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাহাঙ্গির হোসেন। দেশের সার্বিক পরিস্থিতি, দেশের রাজনৈতিক অস্থিরতা ও ২৪ মার্চ সম্মিলিত জোটের মহাসমাবেশ সফল করা নিয়ে লিয়াজোঁ কমিটির বৈঠকে আলোচনা করা হয়।

জাতীয় পার্টির মহাসচিবের সভাপতিত্বে লিয়াজোঁ কমিটির বৈঠকে পৌনে ১টার দিকে অংশ নেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৈঠকে এসে এরশাদ তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে যেকোনো মূল্যে জোট থেকে ৩০০ আসনে প্রার্থী নিশ্চিত করতে হবে। এছাড়া ২৪ মার্চের সম্মেলনে সকল পর্যায়ের কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ