আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র সমালোচনা করে বলেছেন, সংস্থাটি ফ্লোরিডার হামলা ঠেকাতে পারল না, অথচ তারা রাশিয়ার সঙ্গে তার নির্বাচনী প্রচার ক্যাম্পেইনারের যোগসাজশ নিয়ে বেশি সময় ব্যয় করছে। সেইসঙ্গে রাশিয়ার সঙ্গে এ ধরনের কোনো যোগসাজশের কথা আবার অস্বীকার করেছেন তিনি। বিবিসি এক প্রতিদে বলেছে, এফবিআইয়ের উদ্দেশ্যে টুইটারে ট্রাম্প বলেন, ‘তার প্রচার কমিটির সঙ্গে রাশিয়ার যোগসাজশ তদন্তে এফবিআই অনেক সময় ব্যয় করছে। অথচ কোনো যোগসাজশ নেই। আসল কাজে মনযোগ দিন এবং আমাদের গৌরব রক্ষা করুন।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে, এফবিআই ওই বন্দুকধারীর হামলার সংকেত শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।’ এর আগে শুক্রবার এফবিআই রাশিয়ার ১৩ নাগরিক ও ৩ প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নির্বাচনের আগে অভিযুক্তরা মার্কিন রাজনীতিতে বিভক্তি সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের পরিচয় গোপন করে কাজ করেছে। বিশেষ কাউন্সিলর রবার্ট মুয়েলারের নেতৃত্বে ওই ঘটনার তদন্ত চলছে। এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এফবিআইয়ের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের একটি স্কুলে বেপরোয়া গুলি চালায় ওই স্কুলেরই বহিষ্কৃত এক ছাত্র। এতে অন্তত ১৭ জন নিহত হয়। কিন্তু নিরাপত্তা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে ব্যর্থ হয়। এফবিআইও তাদের ব্যর্থতা স্বীকার করেছে। ২০১২ সালের পর এটিই যুক্তরাষ্ট্রের কোনো স্কুলে ভয়াবহ হামলার ঘটনা। এ ঘটনার পর আবারও দেশটির আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার ট্রাম্পের টুইটের আগেই পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদরা একটি প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে হামলায় বেঁচে যাওয়া এক শিক্ষার্থী আগেবঘন বক্তৃতা করেন। তিনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করতে কঠোর আইন করারও দাবি জানান। সেইসঙ্গে নির্বাচনী প্রচারের সময় ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন থেকে অর্থ নেওয়ায় ট্রাম্প ও অন্য রাজনীতিবিদদের সমালোচনা করেন ওই শিক্ষার্থী।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

