১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

আরেকটি রেকর্ডের হাতছানি কোহলির

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ভারত। চার-ছক্কার ধুন্ধুমার এ লড়াইয়ের মাঠে নামার আগে নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ রান করতে পারলে এই ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ২ হাজার রানের মাইলফলকে পা রাখবেন কোহলি। দারুণ ফর্মে থাকা কোহলির সামনে আজ প্রথম ম্যাচেই দুই হাজার রানের মাইলফলকে পৌঁছে রেকর্ড করার সুযোগ রয়েছে। ৬৬ ইনিংস খেলে সবচেয়ে দ্রুত এই ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার বর্তমান রেকর্ড নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের। তার চেয়ে ২ ইনিংস বেশি খেলে ওই মাইলফলক স্পর্শ করেন আরেক কিউই তারকা মার্টিন গাপটিল। টি-টোয়েন্টিতে ৫১ ইনিংস খেলা কোহলির নামের পাশে রান রয়েছে ১ হাজার ৯৫৬। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজেই কোহলির আরেকটি রেকর্ড দেখার অপেক্ষায় ভক্তরা।
দক্ষিণ আফ্রিকা মাটিতে কোহলির নেতৃত্বে প্রথম বারের মতো এবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ৫-১ ব্যবধানে দাপুটে সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা দলীয় অধিনায়কেরই। দারুণ ফর্মে থাকা কোহলি ৬ ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনটি। সব মিলিয়ে এই ছয় ম্যাচে সর্বোচ্চ ৫৫৮ রান নিয়ে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ভারতীয় এ অধিনায়ক। এবার তার কাছ থেকে টি-টোয়েন্টি ব্যাটিং ঝলক দেখার অপেক্ষায় ভক্তরা।
জোহানেসবার্গে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১২:২০ অপরাহ্ণ