১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

মেলানিয়ার অভিমান

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্লোরিডার এক স্কুলে প্রাক্তন ছাত্রের নির্বিচার গুলিতে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় রওনা করার কথা ছিল মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। কিন্তু অভিমান করে তিনি ট্রাম্পের সঙ্গে যাননি। ট্রাম্পের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল বলে নতুন আরেক নারী দাবি করার পরপরই ঘটল এ ঘটনা।

শুক্রবার মেলানিয়া প্লেনে চড়েছিলেন কি না, তা দেখার সুযোগ সাংবাদিকদের ছিল না। কিন্তু পরে মেলানিয়াকে ওয়েস্ট পাম বিচে নামতে দেখা যায়। এ সময় প্রেসিডেন্ট দম্পতি সিঁড়ি দিয়ে একসঙ্গে নামেন। এ সময় গোমড়া মুখে দেখা যায় মেলানিয়াকে। এর ঠিক আগ দিয়ে প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডগাল দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্প তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। মেলানিয়া ট্রাম্পের ছোট ছেলে ব্যারনের জন্ম দেওয়ার কয়েক মাস পর এ ঘটনা ঘটে।

গত মাসে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রায় এক যুগ আগে পর্নো তারকা স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ডের শারীরিক সম্পর্ক ছিল। নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রেসিডেন্টের অজ্ঞাত এক মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্লেবয় মডেল ম্যাকডগালের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটিকে ‘ভুয়া সংবাদ’ হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্টের ওই মুখপাত্র।

নিউ ইউর্কার-এর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও ম্যাকডগালের ৯ মাসের সম্পর্ক কোনো ঝামেলা ছাড়াই শেষ হয়। কিন্তু অনেক বছর পর ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা করছিলেন, তখন ম্যাকডগাল তাঁর সম্পর্কের গল্পটি নিউ ইউর্কার কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেন। চুক্তিটি ছিল ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ