২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৬

ফিলিস্তিনিদের দাবি পূরণ না হলে কোনো চুক্তি মানব না: হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের দাবি পূরণ না হলে শান্তিচুক্তির কোনো প্রস্তাব মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ নেতা হামাস। মুসা আবু মারজুক নামে ওই নেতা শনিবার এক টুইটার পোস্টে বলেন, ফিলিস্তিনের জনগণ যে প্রকল্প মানবে না, সেটি কোনোভাবেই বাস্তবায়ন হতে দেয়া যাবে না।-খবর আনাদুলু।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘শতাব্দীর চুক্তি’ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিরোধ ছাড়া কোনো প্রকল্পে ফিলিস্তিনিরা একমত হবেন না। যুক্তরাষ্ট্রের শতাব্দীর চুক্তি অনুসারে অখণ্ড জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ও পুরো অবৈধ বসতিতে ইসরাইলের মালিকানা মেনে নেয়ার কথা বলা হয়েছে। তাতে ফিলিস্তিনকে একটি বেসামরিক রাষ্ট্র ঘোষণার কথা জানানো হয়েছে।

এতে অধিকৃত পশ্চিমতীরের আবু দিস গ্রামকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণার কথা বলা হয়েছে। ১২ হাজার লোক অধ্যুষিত আবু দিস জেরুজালেম সীমান্তে অবস্থিত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ