১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

হাথুরুসিংহের নির্দেশিত নতুন পথে হাঁটছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক:

মাত্র ক’দিন আগেও মনে হচ্ছিল, এই শ্রীলঙ্কাকে তো যে কেউই হারিয়ে দিতে পারে সহজে। সেই দলটি এখন তাদের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নির্দেশিত নতুন পথে হাঁটছে কতোই না সাবলীলভাবে। বাংলাদেশে এসে সময় মতোই তারা পেয়ে গেছে আত্মবিশ্বাসের খোঁজ।

ভারতের কাছে কিছুদিন আগেই শ্রীলঙ্কা দল সব সংস্করণের ক্রিকেটে হেরেছে। তার আগে জিম্বাবুয়ের কাছে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হার। বাংলাদেশের কাছে পরে দেশের মাটিতে টেস্ট হার। সব মিলিয়ে লঙ্কান মিডিয়াই বলছিল, এই শ্রীলঙ্কা তাদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে। যেখানে প্রেরণার বড় অভাব। ভবিষ্যৎও তাই অন্ধকার দেখছিল তারা।

এমন এক সময়েই তাদের হারিয়ে যাওয়া সৈনিক হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে দেশে ফিরতে রাজি হলেন। হাতে তুলে নিলেন দলকে সোজা পথে আনার দায়িত্ব। কঠোর নিয়মের মধ্যে আটকে দিলেন লঙ্কান দলকে। যেন স্বৈরশাসক এক! দলের কোচিং স্টাফও সময় মতো হাজির না হতে পারলে দলের বাস মিস করেন। লঙ্কান দল সাত সকালে ক্যাডেট স্কুলের ছাত্রদের মতো দল বেধে ব্রেকফাস্টে হাজির হয়।

ঘটনাক্রমে হাথুরুর প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশেই। আর নতুন বছর তার দল শুরু করে জিম্বাবুয়ে ও বাংলাদেশের কাছে হেরে। ত্রিদেশীয় সিরিজে। কিন্তু হাথুরুর হাতে নাকি জাদু আছে। দলটাকে সাহস যুগিয়ে মাঠে ঠেলে দেন। একে একে সব ম্যাচ জিতে ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয় হাথুরুর শ্রীলঙ্কা।

টেস্টেও এর উল্টো কিছু নেই। বরং আছে আরো ধারাবাহিক হয়ে ওঠার গল্প। ঘরের মাঠে বাংলাদেশ দুর্ধর্ষ। তাদের সর্বোচ্চ চেষ্টাই করলো ২ ম্যাচের সিরিজে পাশা উল্টে দিতে। কিন্তু বিধিবাম। বাংলাদেশের সবকিছু ব্যাকফায়ার করতে শুরু করে। আর শ্রীলঙ্কা ১-০ তে টেস্ট সিরিজটা জিতে এগিয়ে যায় শেষ মিশনের দিকে। টি-টুয়েন্টি। এর মধ্যে একটি ম্যাচ জিতে এগিয়ে। রোববার জিতলেই বাংলাদেশের মাটিতে সব সিরিজ জয় হয়ে যাবে হাথুরুর শ্রীলঙ্কা দলের।

তবে হাথুরুর জন্য আরো কঠিন চ্যালেঞ্জ আসলে অপেক্ষায়। তার দল কতোটা গুছিয়ে উঠতে পারছে তা বোঝা যাবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো সুপারপাওয়ারের সামনে পড়লে।

সূত্র : দ্য রোয়ার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৫:২০ অপরাহ্ণ