১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

সিরাজগঞ্জে মদ তৈরির উপকরণসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের কামারখন্দে দেশীয় চোলাই মদ ও তৈরির উপকরণসহ সুশীল চন্দ্র রবিদাস (৩৫) ও মিঠুন চন্দ্র রবিদাস (২৫) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা। আটকরা হলেন- উপজেলার বলরামপুর গ্রামের মৃত মঙ্গল চন্দ্র রবিদাসের ছেলে সুশীল চন্দ্র রবিদাস (৩৫) ও সুশীলের ভাতিজা সুনীল চন্দ্র রবিদাসের ছেলে মিঠুন চন্দ্র রবিদাস (২৫)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়দা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার বলরামপুর এলাকা অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ ও ১২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ