২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৬

মালয়েশিয়াগামী যাত্রীর জুতায় মিলল বিপুল বৈদেশিক মুদ্রা

নিজস্ব প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিতসহ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার দুপুরে শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার রাতে ওডি-১৬৫ ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়।

তিনি আরো বলেন, বোর্ডিং সম্পন্ন করলে শুল্ক গোয়েন্দার দল তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে ওই যাত্রীর দেহ তল্লাশি করে পরিহিত জুতার ভেতর বিশেষ কায়দায় কাগজে মুড়িয়ে লুকায়িত অবস্থায় বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।  মইনুল খান বলেন, কামরুলের কাছ থেকে সব মিলিয়ে ৭০ হাজার সৌদি রিয়াল ও ২২’শ মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। তার পাসপোর্ট (পাসপোর্ট নং বিএন-০১৯০২৩৭) পরীক্ষা করে দেখা যায় সে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪বার এবং ২০১৭ সালে ৩৩ বার বিদেশ গমন করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানান, তার বাড়ি মুন্সিগঞ্জ সদরে। তিনি বাংলাদেশ থেকে মুদ্রা পাচার করে মালয়েশিয়ায় বিক্রি করেন। দেশে আসার সময় ল্যাপটপ, কসমেটিকস, সিগারেট ইত্যাদি নিয়ে আসার উদ্দেশ্যে এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এর আগে তিনি এভাবে ১০-১১ বার মুদ্রা বহন করেছিলেন বলে স্বীকার করেছেন।

এসব মুদ্রা তিনি কোনো প্রকার ঘোষণা ছাড়াই বহন করছিলেন। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ১৫ লাখ ৮৬ লাখ হাজার ২শ’ টাকা। নজরদারি এড়ানোর লক্ষ্যেই তিনি এই বিশেষ পদ্ধতির আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দার ডিজি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৩:২৮ অপরাহ্ণ