২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৩

নেইমারের পাশে দাঁড়ালেন কোচ এমরি

স্পোর্টস ডেস্ক:

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে জিদানের শিষ্যদের কাছে ১-৩ ব্যবধানে হেরেছেন নেইমাররা। আগ্রাসী রোনালদোর আভায় এদিন ম্লানই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। আর ম্যাচ হারের পর ব্রাজিলিয়ান এ সেনসেশনকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। কেউ কেউ তো বলেই দিয়েছেন নেইমার এখনো মেসি-রোনালদোর মানের হয়ে ওঠেননি। তবে, এই সমালোচনার মধ্যে ২৬ বছর বয়সী এ সুপারস্টার পাশে পেয়েছেন দলের কোচকে। পিএসজি’র কোচ উনাই এমরির বিশ্বাস, ফিরতি লেগে নেইমার ঠিকই দলকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে পারবেন।

প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে হারের ফলে পিএসজি’র জন্য কোয়ার্টার ফাইনালে ওঠার পথটা অনেকটাই কঠিন হয়ে গেছে। তবে নিজের অন্যতম অস্ত্র নেইমারকে নিয়ে এখনো আশবাদী কোচ এমরি। দ্বিতীয় লেগে ঘরের মাঠে নেইমার ঠিকই দলকে লিগের কোয়ার্টার ফাইনালে তুলে নেবে জানিয়ে তিনি বলেছেন, ‘আমি মনে করি সে (নেইমার) দুর্দান্ত খেলেছে। খেলায় গতিশীল পরিবর্তনের জন্য সে অনেক কিছু করেছে। যদি সে এ দুর্দান্ত খেলা চালিয়ে যায়, তবে আমি নিশ্চিত দ্বিতীয় লেগে ঘরের মাঠে সে ভালো কিছু করবে। এবং সবার কাছে প্রমাণ করবে সে কতটা সেরা খেলোয়াড়।’ বুধবারের ম্যাচের পর নেইমারও ইঙ্গিত দিয়েছিলেন, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ এখনো তাদের আছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:৩১ অপরাহ্ণ