১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

ভারতে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

এবার শরীর চর্চা করতে গিয়ে শ্লীলতহানির শিকার হয়েছেন ৩৭ বছরের এক অভিনেত্রী। মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের অন্ধেরি অঞ্চলে ঘটনা ঘটে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রীর সঙ্গে একই জিমে যেতেন বিশ্বনাথ শেট্টি নামে এক ব্যক্তি। বিগত কিছুদিন ধরেই নানা পার্টিতে অভিনেত্রীকে কু-প্রস্তাব দিচ্ছিলেন তিনি। বেশ অনেকবার নোংরা মেসেজও পাঠিয়েছেন তাকে। সেই নিয়েই মঙ্গলবার জিমের ভেতরেই অভিযুক্তের সঙ্গে তর্ক-বিতর্কও হয় অভিনেত্রীর।

অবশেষে অম্বলি থানায় অবিশ্বনাথ শেট্টির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশের ডেপুটি কমিশনার (জোন ৯) পরমজিৎ সিংহ দহিয়া বলেন, ‘উপযুক্ত প্রমাণের জন্য জিম-এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’ তদন্তকারী পুলিশ কর্মকর্তা দয়া নায়ক জানান , ‘শেট্টির বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এর আগে মাঝরাতে চলন্ত ট্রেনের মধ্যে এক অভিনেত্রীকে শ্লীলতহানি করেন তার সহযাত্রী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১২:০১ অপরাহ্ণ