১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৭

চীনে বর্জ্য কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

শনিবার ভোরে দেশটির গুয়াংডং প্রদেশের কিয়াংইউয়ান শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। সেইসঙ্গে চলছে তদন্ত। এর বাইরে বিস্তারিত কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ