২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

বাড্ডায় ইউলুপের লোহার বিম ভেঙ্গে রাস্তায়

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে। শনিবার সকাল ৭টার আগে বিমটি ভেঙে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। সকাল সোয়া ৭ টার দিকে দেখা গেছে বিমের একটি মাথা উপরে ঝুলানো ও অপর মাথাটি রাস্তায় পড়ে আছে। ওই স্থানে পুলিশ রাস্তাটি বন্ধ করে দেয়ায় বাড্ডা-রামপুরা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ জানিয়েছেন, ইউলুপের একটি লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ে শনিবার সকালে। আধা ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় সেটি সরিয়ে নেয়া হয়। পৌনে ৯টা থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
ট্রাফিক উত্তর বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, নির্মাণাধীন ইউলুপের লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১১:৫৩ পূর্বাহ্ণ