১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

ফ্লোরিডায় স্কুলে বন্দুক হামলার স্বীকারোক্তি দিয়েছে ক্রুজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাই স্কুলে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার ঘটনায় আটক নিকোলাস ক্রুজ পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। ১৯ বছর বয়সী এই তরুণ বুধবার স্কুল ছুটির কিছু সময় আগে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড চালায়।-খবর বিবিসি অনলাইনের। ঘটনার কিছু সময় পরই ক্রুজ আটক হন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে সেখানেই পুলিশ তার স্বীকারোক্তির কথা জানায়। ক্রুজের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে সংঘটিত এ হত্যাকাণ্ডকে ২০১২-র পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী বলা হচ্ছে। এফবিআই জানায়, গত বছর একটি ইউটিউব মন্তব্যের সূত্র ধরে বেন বেনিংটন নামে এক ব্যবহারকারী এফবি আইকে ১৯ বছর বয়সী ক্রুজ সম্পর্কে সতর্ক করেছিল। স্কুলের বহিষ্কৃত ছাত্র ক্রুজের ব্যাপারে শিক্ষকদেরও ইমেইল পাঠিয়ে সতর্ক করেছিল স্কুল কর্তৃপক্ষ।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১১:১৬ পূর্বাহ্ণ