২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩১

রোহিঙ্গা শিশুদের জন্য রোনালদোর আহবান

স্পোর্টস ডেস্ক: 

শিশুদের প্রতি বরাবরই বেশ নরম এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি নিজেও চার সন্তানের পিতা। এ কারণে হয়তো বিশ্বজুড়ে শিশুদের দুঃখ-দুর্দশা দেখে হতাশ হয়ে ওঠেন পর্তুগিজ এই তারকা। ঠিক যেমনটা তিনি হয়েছেন রোহিঙ্গা শিশুদের দেখে। বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন রোনালদো।

টুইটারে এক পোস্টের মাধ্যমে এ আবেদন জানিয়েছেন রোনালদো। পোস্টটিতে তিনি যুক্ত করেছেন দুটি ছবি। একটিতে তিনি নিজে বসে আছেন চার সন্তান নিয়ে। আর অন্যটিতে দেখা যাচ্ছে এক রোহিঙ্গা শরণার্থী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দুটি ছবির সঙ্গে রোনালদো লিখেছেন, ‘একটাই পৃথিবী। এখানে আমরা সবাই আমাদের সন্তানদের সমানভাবে ভালোবাসি। সাহায্যের হাত বাড়ান।’

বেশ কয়েক বছর ধরেই মিয়ানমারে জাতিগত বৈষম্যের শিকার হতে হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীকে। গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর চরম দমনপীড়নের শিকার হয়ে অনেকে পালিয়ে চলে এসেছেন বাংলাদেশে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ