২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৯

সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার আওতায় প্রশিক্ষণ ও পরামর্শ মিশনের জন্য সেনা দল পাঠানো হচ্ছে বলে দাবি করেছে পাকিস্তান।

দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের এক বিবৃতিতে বলা হয়, এ সেনা দলকে সৌদির বাইরে মোতায়েন করা হবে না। তবে সৌদি আরবে কতজন সৈন্য পাঠানো হচ্ছে সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান সামরিক বাহিনী অন্যান্য অনেক গালফ কো-অপারেশন কাউন্সিল কো-অপারেশন (জিসিসি) এবং আঞ্চলিক দেশের সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে।

এর আগে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ সাঈদ আল মালেকি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দফতরে দেশটির সেনা প্রধান জেনারেল কামাল জাবেদ বাজওয়া এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষেই পাকিস্তানের পক্ষ থেকে এ ঘোষণা আসে।

বিবৃতিতে বলা হয়, তাদের মধ্যে বৈঠক চলাকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আলোচনা করেন তারা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ