১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

সরকারের নির্দেশে রায়ের কপি দেয়া হচ্ছে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

সরকারের নির্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের সার্টিফায়েড কপি দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত ৫ এ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের একটি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর পর থেকে পুরান ঢাকার নির্জন কারাগারে আছেন বেগম জিয়া। রায়ের পর এক সপ্তাহের বেশি সময় পার হলেও রায়ের সার্টিফায়েড কপি গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাননি বেগম জিয়ার আইনজীবীরা।
এতে রায়ের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদনও করা যাচ্ছে না। ফলে টানা ৯দিন কারাগারে আছেন ২০ দলীয় জোটের প্রধান ও দুবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তবে রায়ের কপি না পাওয়ার জন্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সরকারকে দায়ী করছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১২:০২ অপরাহ্ণ