১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

৩২ ধারা নিয়ে উদ্বেগের কিছু নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে উদ্বেগের কারণ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আইন চূড়ান্ত হওয়ার আগে আইনটি নিয়ে আলোচনা হবে। উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। এটা নিয়ে সবার মধ্যে এটা ভুল ধারণা ছিলো যে আইনটি অনুমোদন পেয়ে গেছে!’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর কার্যালয়ে প্রিন্ট এবং ইলেক্টনিক মিডিয়ার মালিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কেবিনেটে যেকোনও প্রস্তাব দুইভাবে বিবেচিত হয়। প্রথম নীতিগত সিদ্ধান্ত হয়, তারপর এটি ভোটিংয়ে (পরীক্ষা-নীরিক্ষা) চলে যায় ল’মিনিস্ট্রিতে। এখন এটি সে পর্যায়ে আছে। আইনটি চূড়ান্তভাবে অনুমোদন পেতে আবারও কেবিনেটে আসবে। এখানও চূড়ান্ত অনুমোদন হয়নি। তাই এই আইন নিয়ে উদ্বেগের কিছু নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনটি নিয়েই বেশি আলোচনা হয়েছে। আমি বলেছি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে কোনও বাধা থাকবে না। এখানে আমাদের পক্ষ থেকে দিক নির্দেশনা দেয়ার কোনও এজেন্ডা ছিলো না।’

সরকার ও গণমাধ্যমের মালিকপক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা চলমান থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। এসময় তথ্যমন্ত্রী হাছানুল হক ইনু ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ