২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৬

বেগম খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

এক সপ্তাহ ধরে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার পুরনো কারাগারে গিয়ে তারা দেখা করেন।

বেগম খালেদা জিয়ার বোনের ছেলে শাহরিয়ার আক্তার ডন, সাজিদ ইসলাম ও ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। কিছু শুকনা খাবার সাথে নিয়ে তারা কারাগারে ঢুকেন। তারা আইজি প্রিজনের বরাবরে আবেদন দিয়ে বেগম জিয়ার সাথে দেখা করার অনুমতি চান। পরে কর্তৃপক্ষ তাদেরকে অনুমতি দিলে কারাগারে গিয়ে বেগম জিয়ার সাথে দেখা করেন।

বেগম জিয়ার সাথে প্রায় ঘণ্টাখানেক সময় কাটান পরিবারের সদস্যরা। এসময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

দেখা শেষে কারাগার থেকে বেরিয়ে বেগম জিয়ার ভাগ্নে শাহরিয়ার আখতার ডন বলেন, আমার খালা (খালেদা জিয়া) সম্পূণ নির্দোষ। তার প্রতি অবিচার করা হয়েছে। আমরা তার অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি করছি। তার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করি।

বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একটি নির্জন জায়গায় তিনি রয়েছেন। বুঝেনই তো শারীরিক ও মানসিক অবস্থা কেমন হতে পারে!

এদিকে দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ কিছু ফলমূল নিয়ে বেগম জিয়ার সাথে দেখা করতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তারা ফিরে যান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৮:৪৯ অপরাহ্ণ