১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৫

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ও প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত ওই দুই যুবক একই মোটরসাইকেলে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতৈল হটিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের মৃত আজিজুর রহমান শোভা মিনার ছেলে দীপু মিনা (২৫)। দীপুর প্রতিবেশী একই গ্রামের আক্কাস খাকীর ছেলে মালদ্বীপ প্রবাসী নয়ন খাকী (২২)। নয়ন ৩দিন আগে মালদ্বীপ থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে বলে পুলিশ জানিয়েছে।
কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন জানান, বিকেলে মোটরসাইকেলযোগে ওই দুই যুবক উপজেলা সদর থেকে চাপ্তা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রাতৈল হটিকালচার সেন্টারের সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দীপু মিনা মারা যান। মারাত্মক আহত নয়নকে উদ্ধার করে সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৭:৪৫ অপরাহ্ণ