১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

নীলফামারীতে ইয়াবাসহ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি:

ইয়াবাসহ হাসিবুল ইসলামকে (৩৫) নামে এক যুবককে আটকের দাবি করেছে র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব-১৩) নীলফামারী ক্যাম্পের সদস্যরা। এসময় ১৯৫ পিস ইয়াবাসহ আটক হাসিবুলকে মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। বুধবার রাতে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা সদরের মসজিদপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। হাসিবুল ইসলাম নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে হাসিবুল ইসলামকে পঞ্চগড় জেলার মসজিদপাড়া গ্রাম থেকে আটক করা হয়। আমাদের কাছে তথ্য রয়েছে হাসিবুল একজন মাদক ব্যবসায়ী। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১০ হাজার ৬৪০ টাকা, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ঠ ধারায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ৩:৩৫ অপরাহ্ণ