১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

রোহিঙ্গা নির্মূল: ইরানের প্রতীকী আদালতে সূ চি ও হ্লিয়াংয়ের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানে সমর্থনের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি ও দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লিয়াংয়ের বিরুদ্ধে তেহরানের গণআদালতে প্রতীকী বিচার হয়েছে।

বুধবার ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়ে এই আদালত বসেছিল। এতে ইরান ও বাংলাদেশের অনেক মুসলিম মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন। তারা বিচারকদের কাছে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও জাতিগত নিধনের বর্ণনা দেন। এতে তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকরা সু চির ১৫ বছর ও হ্লিয়াংয়ের ২৫ বছরের কারাদণ্ড দেন। এতে দুই ইরানি আইনজীবী মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ২:০৯ অপরাহ্ণ