২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

ইসরাইলের কারাগারে আটক ৬০ শতাংশ শিশু

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের কারাগারে আটক ৬০ শতাংশ শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। প্যালেস্টিনিয়ান সোসাইটি প্রিজনার্স ক্লাব রোববার এসব তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বেসরকারি সংস্থাটি জানায়, নানা উপায়ে এসব শিশু নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের গভীর রাত পর্যন্ত কারাগারে আটকে রেখে পেটানো হয়। -খবর দা মুসলিম নিউজ।

বিবৃতিতে বলা হয়, শিশুদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে বলপ্রয়োগ করা হয়। ঘণ্টার পর ঘণ্টা তাদের খাদ্য ও পানি দেয়া হয় না। দীর্ঘ সময় ধরে তাদের জেরা করা হয়।

সংস্থাটি জানায়, জিজ্ঞাসাবাদের সময় তাদের সঙ্গে বিভিন্ন অশ্লীল ও নোংরা ভাষা ব্যবহার করা হয়।

অধিকৃত পশ্চিমতীরের অফার কারাগারে আটক থাকা তিনটি শিশুর অভিজ্ঞতার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মুস্তফা আল-বাদান (১৭), ফয়সাল আল-শের (১৬) ও আহমেদ আল-শালালদা (১৫) জানিয়েছে, কারাগারে আটক থাকার সময় তারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ইসরাইলি কর্মকর্তারা ঘণ্টার পর ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।

ইসরাইলের কারাগারে বর্তমানে সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। যাদের মধ্যে অর্ধেক শিশু রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৫, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ