স্পোর্টস ডেস্ক:
গতবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হয়েছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচটি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। তবে বাজে আউটফিল্ডের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল ম্যাচটির ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
সর্বশেষ এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের পর আবার একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে ভেন্যুটি। এতে পরপর দুই টেস্টে ডিমেরিট পয়েন্ট পাওয়ার ঘটনা ঘটল মাঠটিতে। আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। অর্থাৎ, একই সিরিজে বাংলাদেশের দুটি মাঠ নিয়েই এমন ঘটনা ঘটল।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

