২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৪

কপিরাইট আইন বাস্তবায়নে ঐক্য-সচেতনতা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কপিরাইট আইন বাস্তবায়ন মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য শিল্পী ও অংশীজনদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কপিরাইট অফিসের আয়োজনে ‘কপিরাইট: সুফল ও সম্ভাবনা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইট জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান।
আসাদুজ্জামান নূর বলেন, কপিরাইট বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়েও সচেতনতা জরুরি। কেননা, তৃণমূল পর্যায়ে লোকসংগীত শিল্পীসহ বিভিন্ন গুণী শিল্পী রয়েছেন। তাছাড়া বিদ্যমান কপিরাইট আইনকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় অবশ্যই সরকারের ভূমিকা নেয়া উচিত কিন্তু এক্ষেত্রে শিল্পীদের সহযোগিতা আবশ্যক। বাসস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ