১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১

কক্সবাজার প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে এক ‘মাদক ব্যবসায়ীর’ বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এসময় আবুল হাশেম (২৮) নামের এক ‘মাদক ব্যবসায়ীকে’ও গ্রেফতার করা হয়।

বুধবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাশেমকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান। হাশেম একই ইউনিয়নের বেঙ্গাপাড়ার বাছা মিয়ার ছেলে।

ওসি জানান, ভোরে সাবরাং এলাকার একটি বাড়িতে ইয়াবা লেনদেনের গোপন খবরে উপপরিদর্শক (এসআই) নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় হাশেমের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে অভিযানকালে আরও দুজন পালিয়ে যায়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বেলা ১২টার দিকে গ্রেফতার ওই ব্যক্তিকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৬:০৮ অপরাহ্ণ