স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলে কুশল পেরেরার জায়গায় ডাক পেয়েছেন কুশল মেন্ডিস। ইনজুরির কারণে টেস্ট সিরিজের আগেই দল থেকে ছিটকে গেছেন কুশল পেরেরা। তবে, টি-টুয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হয়েছিল।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডের সময় ‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়ে দেশে ফিরে যান ২৭ বছর বয়সী পেরেরা। টেস্ট সিরিজে তার বদলে ২৩ বছর বয়সী কুশল মেন্ডিসকে দলে নেয় শ্রীলঙ্কা। কিন্তু, টি-টুয়েন্টি সিরিজে কুশল পেরেরাকে রেখেই দল ঘোষণা করা হয়। তবে তার সুস্থ হতে আরো সময় লাগবে জানিয়েছেন চিকিৎসকরা। সে কারণে দলের টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন কুশল মেন্ডিস।
পেরেরার বদলে টেস্ট দলে ডাক পেয়েই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। চট্টগ্রামে প্রথম টেস্টে ১৯৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। পরবর্তীতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসেও ৬৮ রান করেছিলেন তিনি। তবে, টি-টুয়েন্টি ফরম্যাটে খুব একটা সাফল্য নেই তার।
দৈনিকদেশজনতা/ আই সি