২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

বিএনপিকে ছাড়াই নির্বাচন হতে পারে: খালিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিকে ছাড়াই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকলে বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে সরকার কী করবে এমন প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ বলেন, খালেদা জিয়া একজন ব্যক্তি আর বিএনপি দল। চেয়ারপারসনতো দূরের কথা, বিএনপিকে ছাড়াই আগামী নির্বাচন হতে পারে। হয়েছে তো। ২০১৪ সালে বিএনপিকে ছাড়াই নির্বাচন হয়েছে। বিএনপি এখন অবৈধ কর্মকাণ্ডের আড্ডাখানা বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৩:৩৪ অপরাহ্ণ