২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৪

ইসরায়েলি সেনাকে চড় মারা ফিলিস্তিনি কিশোরীর বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের পশ্চিম উপকূলে দখলদার দুই সেনার গালে চড় মারা ফিলিস্তিনি কিশোরী আদ তামিমি ও তার মায়ের বিচার শুরু হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনীর একটি ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে তাতে দেখা যায় কিশোরী আদ তামিমি প্রবল সাহসিকতার সাথে দখলদার বাহিনীর সঙ্গে তর্ক করছেন এবং দুই সেনাকে চড় দিয়েছেন।

তামিমি ইতোমধ্যেই বিশ্বে সাহসী কিশোরীর খেতাব অর্জন করেছেন। অনলাইনে তোলপাড় হয়েছে তার সাহসী কর্ম নিয়ে। মঙ্গলবার সকালে ইসরায়েলের সামরিক আদালতে তাদের বিচার শুরু হলে আদালতে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইহুদিবাদি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এই কিশোরীকে নিরাপত্তা বাহিনীর অপমান এবং সহিংসতার উসকানি দেওয়াসহ ১২টি অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে।

দোষী সাব্যস্ত হলে তার দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে। ফিলিস্তিনিরা তামিমির দুঃসাহসকে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ দেখছে। তামিমি তার পরিবারের সঙ্গে অধিকৃত গাজার পশ্চিমতীরের নবী সালেহ নামক গ্রামে বসবাস করেন। গত বছরের ১৫-ই ডিসেম্বর মায়ের সঙ্গে বাড়ি যাওয়ার পথে দখলদার ইসরাইলি সেনারা তাদের পথরোধ করে। এসময় তামিমি দুই সেনার গালে চড় দেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ২:২৮ অপরাহ্ণ