১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

বরিশালে অনশন কর্মসূচি পালন করছে জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মালা সাজানো রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় ৩ দিনের কর্মসূচির শেষ দিনে বরিশালে অনশন কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি। বুধবার সকাল ৯টা থেকে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর বেলা সাড়ে ১০টায় থেকে অশ্বিনী কুমার টাউন হলে এই অনশন কর্মসূচি পালন করছে তারা।

অনশন কর্মসূচির সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই ষড়যন্ত্র করে বেগম খালেজা জিয়াকে জেলে পুরে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তারা বিএনপিকে দূরে সরিয়ে রেখে আবারও ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। বিএনপির নেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের সাজানো মিথ্যা মামলার রায় এ দেশের জনগণ মানে না। অথচ বর্তমান আওয়ামী লীগ মাছ ঘাট, লঞ্চ ঘাট থেকে শুরু করে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে এসব লুটপাটের বিচার করবে।

এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামী নির্বাচনের জন্য জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন- বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, জেলা দক্ষিণ বিএনপি সভাপতি এবায়দুল হক চাঁন, নগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির উপদেষ্টা নূরুল আলম ফরিদ, মহানগর সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলসহ আরো অনেকে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির অর্থদণ্ডসহ ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দী রয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ