১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

ইনজুরির কারণে ছিটকে পড়ল কুশল পেরেরা

স্পোর্টস ডেস্ক: 
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইনজুরির কারণে ছিটকে পড়া কুশল পেরেরা পরিবর্তে শ্রীলঙ্কা দলে অন্তর্ভুক্ত হয়েছেন কুশল মেন্ডিস। দ্বিপক্ষীয় সিরিজের আগে সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার তৃতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন পেরেরা। এরপর তিনি দেশে ফিরে যান। পরে টি-টোয়েন্টি স্কোয়াডে নাম থাকলেও তিনি বাংলাদেশে ফিরে আসেননি।
আজ লঙ্কান ক্রিকেট বোর্ডের এক এক বিবৃতিতে জানানো হয়, মেডিকেল রিপোর্ট অনুযায়ী অনুযায়ী পেরেরার সেরে ওঠতে আরও সময় প্রয়োজন। তার পরিবর্তে দলে ফেরা মেন্ডিস টেস্টে দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু টি-টোয়েন্টিতে তার অতীত রেকর্ড খুব ভাল নয়। ৮ ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ রান পেয়েছেন ২২। তিনি সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে এই ভার্সনে খেলেছেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে হবে দু’দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আর দ্বিতীয়টি হবে ১৮ ফেব্রুয়ারি সিলেট।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ৬:০৫ অপরাহ্ণ