আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেরালা রাজ্যের কোচিনে শিপইয়ার্ডে সাগর ভূষণ নামে একটি ড্রিল জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) এই জাহাজটিতে দুর্ঘটনাটি ঘটে।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
মেরামতের জন্য জাহাজটি কোচিন শিপইয়ার্ডে রাখা হয়েছিল। বিস্ফোরণের কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। পুলিশ ও দমকলকর্মীরা ইয়ার্ডটিতে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, হতাহতের ঘটনা বাড়তে পারে।
এ ছাড়া আরও দুজন জাহাজটির ভেতরে আটকা পড়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ধোঁয়ার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে।
দৈনিকদেশজনতা/ আই সি