১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

না,গঞ্জের যুগ্ম জেলা জজকে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

ত্রুটিপূর্ণ মিটার ও বর্ধিত বিদ্যুৎ বিল-সংক্রান্ত ২০০৬ সালের একটি মামলা আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের করা আপিলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন এবং তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবদুর রহিম। অন্যদিকে রিটকারী কোম্পানি ম্যাক পেপারস লিমিটেডের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শাহনাজ আক্তার।

ওই আদেশের পর আজ (মঙ্গলবার) আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ। পরে আদালত দুই মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলেন।

মামলা সূত্রে জানা যায়, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ১২ মাসের বিল অবৈধ ঘোষণা চেয়ে ম্যাক পেপারস লিমিটেড নামের এক প্রতিষ্ঠান নিম্ন আদালতে মামলা করেন। মামলায় ত্রুটিপূর্ণ মিটার ও বর্ধিত বিদ্যুৎ বিল করার অভিযোগ করা হয়। পাশাপাশি, তিন লাখ টাকা করে বিল দিতে অনুমতি দেয়ার প্রার্থনা করা হয়।

নিম্ন আদালত ২০০৭ সালের ১৫ মার্চ ওই আবেদন খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন প্রতিষ্ঠানের পক্ষে। চূড়ান্ত শুনানি শেষে ২০০৮ সালের ৪ জুলাই হাইকোর্ট রায় ঘোষণা করেন।

রায়ে প্রতি মাসে বকেয়া ১৭ লাখ টাকা এবং চলতি মাসিক (কারেন্ট) বিল সাড়ে সাত লাখ টাকা করে পরিশোধ করতে বলা হয়। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নিম্ন আদালতে ওই মামলা নিষ্পত্তি করতে বলেন আদালত। অর্থাৎ কোনো ধরনের বিলম্ব ছাড়া ২০০৮ সালের ৩০ নভেম্বর নিম্ন আদালতে ওই মামলা নিষ্পত্তি করতে বলা হয়।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ লিভ টু আপিল করেন, যা ২০০৯ সালের ২৩ জুলাই মঞ্জুর করেন আপিল বিভাগ। পরে নিয়মিত আপিল আবেদন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৩, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ