নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুল ইসলাম বাপ্পী (৩৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আশরাফুল ইসলাম বাপ্পী সাভার থানার আমিনবাজার পাঁচগাছিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
কারারক্ষী মোঃ হানিফ জানান, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে অসুস্থতাজনিত কারণে বাপ্পীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাড়ীর উপপরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

