১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

মঙ্গলবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার দলটির সিনিয়র                   যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেও সরকার বাধা দিচ্ছে। আমাদের কোনও জায়গা দিচ্ছে না। আজকের মানববন্ধনের মতো আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ১ঘণ্টা এ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।’ তিনি আরও বলেন, ‘ঢাকার মতো সারা দেশে নেতারা তাদের পছন্দ মতো এ কর্মসূচি পালন করবেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবি নাজনিন,দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,বেলাল আহমেদ,নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ৭:৩৩ অপরাহ্ণ