১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

ছেলের নাম জানালেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: 

প্রথমবারের মতো বাবা হওয়ার পরদিন মুশফিকুর রহিম জানিয়েছিলেন, ছেলের নাম ঠিক করা নিয়ে দ্বিধায় আছেন। সাত দিনের মধ্যে নাম ঠিক করা হবে। আজ মুশফিক নিজেই জানালেন ছেলের নাম। বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক ছেলের নাম রেখেছেন শাহরোজ রহিম মায়ান।

আজ দুপুরে মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে আমাদের ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিই, মো. শাহরোজ রহিম মায়ান (MD.SHAHROZ RAHIM MAYAAN)। ওর জন্য দোয়া করবেন।’

গত ৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২৮ মিনিটে ছেলে সন্তানের জন্ম দেন মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত। পরদিন মিরপুরে সংবাদ সম্মেলনে বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মুশফিক বলেছিলেন ‘বাবা হওয়ার অনুভূতি বলে বোঝানো যাবে না।’ আর ছেলের নাম জানতে চাইলে বলেছিলেন, ‘ছেলের নাম নিয়ে একটু দ্বিধায় আছি। সাত দিনের মধ্যে আকিকা হবে। তখন নাম রাখা হবে।’

সাতদিন পার হওয়ার আগেই ছেলের নাম জানালেন মুশফিক।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১২, ২০১৮ ৬:২৩ অপরাহ্ণ