স্পোর্টস ডেস্ক:
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। এরপর প্রথম ওয়ানডেতেও বড় জয়ে আকাশে উড়ছিল আফগানরা। তবে দ্বিতীয় ম্যাচে তাদের মাটিতে নামিয়ে এনেছে জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে ১৫৪ রানের বড় ব্যবধানে জিতেছে গ্রায়েম ক্রেমারের দল। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। মজার বিষয়, প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান করেছিল আফগানিস্তান। জবাবে জিম্বাবুয়ে অলআউট হয়েছিল ১৭৯ রানে। রোববার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও করে ৫ উইকেটে ঠিক ৩৩৩ রান। এবার আফগানিস্তান অলআউট হয়েছে ১৭৯ রানে! দুই ম্যাচের ফলও একই, ১৫৪ রানের জয়!
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো ছিল না। দলীয় ১০ রানে আউট হয়ে ফিরে যান সলোমন মিরে (৯)। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও টেলর। মাসাকাদজা ৫৪ বলে ৪৮ করে রান আউটে কাটা পড়লে ভাঙে এ জুটি। চারে নামা ক্রেইগ আরভিন ১৪ রানের বেশি করতে পারেননি। চতুর্থ উইকেটে ১৩৫ রানের বড় জুটি গড়ে দলের স্কোর আড়াইশ পার করেন টেলর ও সিকান্দার রাজা। গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ে দলে ফেরার পর প্রথম সেঞ্চুরি তুলে নেন টেলর। ১১০ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরি।
রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ১২১ বলে ৮টি ছক্কা ও ৫টি চারে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টেলর। সেঞ্চুরির সুযোগ ছিল রাজার সামনেও। তবে ৪৯তম ওভারে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। ৭৪ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯২ রানের ইনিংসটি সাজান রাজা। আর ম্যালকম ওয়ালারের ১৪ বলে অপরাজিত ২২ রানের সুবাদে ৩৩৩ রানের বড় পুঁজি পায় জিম্বাবুয়ে।
বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকেছে আফগানিস্তান। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে তো একশর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল তারা। তবে তিনে নামা রহমত শার ৪৩ ও মোহাম্মদ নবীর ৩১ রানের সুবাদে সেই লজ্জা এড়ায় আফগানরা। ২৬তম ওভারে রহমত শাহ যখন ফিরলেন, আফগানিস্তানের স্কোর তখন ৯ উইকেটে ১১৫। শেষ উইকেটে মুজিব জাদরানের সঙ্গে দৌলতের জাদরানের ৬৪ রানের জুটি শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে। মুজিবকে বোল্ড করে আফগানদের ইনিংসের ইতি টানেন ক্রেমার। ২৯ বলে ৬টি ছক্কা ও ২টি চারে ৪৭ রানে অপরাজিত ছিলেন দৌলত।
৪১ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার ক্রেমার। টেন্ডাই চাতারা ২৪ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া ব্লেসিং মুজারাবানি ২টি ও ব্রায়েন ভিটোরি নেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ৩৩৩/৫ (টেলর ১২৫, রাজা ৯২, মাসাকাদজা ৪৮; রশিদ ২/৩৬, মুজিব ১/৪৭, গুলবাদিন ১/৮৫)
আফগানিস্তান: ৩০.১ ওভারে ১৭৯ (দৌলত ৪৭*, রহমত ৪৩, নবী ৩১; ক্রেমার ৪/৪১, চাতারা ৩/২৪, মুজারাবানি ২/৫১)
ফল: জিম্বাবুয়ে ১৫৪ রানে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন টেলর।
দৈনিকদেশজনতা/ আই সি