১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

জিম্বাবুয়ে ৩৩৪ রানের বড় লক্ষ্য দিলো আফগানিস্তানকে

স্পোর্টস ডেস্ক:

ব্রেন্ডন টেলরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের সামনে রানপাহাড় দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ৩৩৩ রান তুলেছে গ্রায়েম ক্রেমারের দল।

টেলর সেঞ্চুরি পেয়েছেন, দুর্ভাগ্য সিকান্দার রাজার। একটুর জন্য সেঞ্চুরিটা ছুঁতে পারেননি। তবে এই যুগলের ব্যাটে চড়েই বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে।

আফগানিস্তানের পক্ষে ৩৬ রানে ২টি উইকেট নিয়েছেন রশিদ খান। একটি করে উইকেট মুজিবুর রহমান আর গুলবাদিন নায়েবের।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৮:৩৬ অপরাহ্ণ