স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বশেষ আসরের ফাইনাল হয়েছিল লাহোরে। অনেক পথ বেয়ে যা আয়োজন করে বিশ্বকে একটাই বার্তা দেয়ার লক্ষ্য ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সেই বার্তাটি হলো- পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ। নিরাপত্তা শঙ্কায় ফাইনালে উঠা দুই দলের সব বিদেশি খেলোয়াড় যেতে না চাইলেও, অনেক খেলোয়াড়ই আবার গিয়েছিলেন।
লাহোরের পর ২০১৮ পিএসএলের ফাইনাল এবার করাচিতে আয়োজন করতে চায় পিসিবি। রোববার বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে করাচিতে হয়ে গেল ফাইনালের মহড়া। পাকিস্তান মিডিয়া বলছে, পরিদর্শকদের সন্তুষ্টই করতে পেরেছে পিসিবি।
পিএসএলের তৃতীয় আসর মাঠে গড়াবে ২২ ফেব্রুয়ারি। শারজাহ এবং দুবাইয়ে অনুষ্ঠিত হবে লিগ। তবে সব ঠিক থাকলে দুটি প্লে-অফ ম্যাচ ও ফাইনাল হবে পাকিস্তানের মাটিতে। প্লে-অফ দুটি লাহোরে এবং ফাইনাল করাচিতে আয়োজন করতে চায় পিসিবি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে পরিদর্শক দলের প্রতিনিধি রেগ ডিকসন সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, নিরাপত্তা ব্যবস্থা সহ সবকিছুই আন্তর্জাতিক মানের।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

