বিনোদন ডেস্ক:
২০১৫ সালে শুরু হয়েছিলো প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’র কাজ। এরইমধ্যে চলচ্চিত্রটির প্রচারণা শুরু করেছেন এর পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী মৌসুমী।
মৌসুমী বলেন, এর গল্পটি ভিন্ন ধরনের। গল্পের শুরুটা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা একটি মেয়ের আগমনের মাধ্যমে। আর সেই মেয়ের চরিত্রে আমি অভিনয় করেছি। এতে আমি, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামানসহ অনেকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি। এ চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ আশাবাদী। এরইমধ্যে এ ছবির কাজ শেষ হয়েছে। জেনেছি শিগগিরই ছবিটি মুক্তি পাবে।
পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, এ চলচ্চিত্রে গ্রাম থেকে বাধ্য হয়ে উঠে আসা একজন মেয়ের স্বপ্ন, যুদ্ধ, ভ্রমণ দেখা যাবে।
আর এক কথায় আজকের প্রেক্ষাপটে প্রেম ভালোবাসা, স্বপ্ন, আর চাওয়া পাওয়া গরমিলের গল্পের ছবি এটি। বর্তমানে এ চলচ্চিত্রের কালার এবং আবহ সংগীতের কাজ চলছে। আমাদের সিনেমা বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। এ কারণেই কিছুদিন আগে গণসংযোগের উদ্যোগ নিয়েছিলাম। শুধু আমাদের ‘রাত্রির যাত্রী’র নয়, আমরা চাচ্ছি দেশের সব চলচ্চিত্রের জন্যই যেন মানুষ হলমুখী হয়। আগামী মাসের শুরুতে আমার এ চলচ্চিত্রটি সেন্সরে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ চলচ্চিত্রে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, মারজুক রাসেল, সোনিয়া হোসাইন, শিমুল খান, অরুনা বিশ্বাস, রেবেকা পারভীন, নায়লা নাঈম, সাদিয়া আফরিন, জিয়া তালুকদার, আশরাফ কবির, ম আ সালাম, কালা আজিজ, চিকন আলী, তানিয়া ইসলাম রিতুসহ অনেকে।
উল্লেখ্য, চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মৌসুমী বর্তমানে ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ নামে একটি নতুন চলচ্চিত্রের কাজ করছেন। আর ১৬ই ফেব্রুয়ারি উত্তম আকাশের ‘আমি নেতা হব’ চলচ্চিত্রটি মুক্তি পাবে তার। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ওমর সানী।
দৈনিক দেশজনতা /এন আর