১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২২

আজহারকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্কঃ

বর্তমান ক্রিকেট বিশ্বে প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি অন্যতম। প্রতিটি ফরমেটেই নিজেকে মেলে ধরেছেন এই ব্যাটসম্যান। আর তারই জের ধরে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলি আরও এক রেকর্ডে নাম লিখিয়েছেন।

ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে ঢুকে পড়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৭৫ রান করে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিন ৩৩৪ ম্যাচে করেছেন ৯ হাজার ৩৭৮ রান। ২০৬ ম্যাচেই পূর্বসূরিকে ছাড়িয়ে গেলেন কোহলি, বর্তমান অধিনায়কের রান এখন ৯ হাজার ৪২৩।

এই তালিকায় ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান নিয়ে প্রথমে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে ১১ হাজার ২২১ রান নিয়ে আছেন সৌরভ গাঙ্গুলি। তিন নম্বরে থাকা রাহুল দ্রাবিড় করেছেন ১০ হাজার ৭৬৮ রান। আর ভারতের সবচেয়ে সফতলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৯ হাজার ৭৮০ রান নিয়ে পাঁচ নম্বারে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৬:৩৪ অপরাহ্ণ