২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে মদিনায় সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল বাবুল (৩৫) নামে একজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। স্হানীয় সময় শনিবার বাংলাদেশ ভোর ৬টায় একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল জলিল বাবুল কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বেতগাঁও গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই আব্দুল হালিম ও স্হানীয় রাসেদ জানান, ভোর ৬ টার দিকে বাবুল ডিউটি যাওয়ার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবুলের লাশ বর্তমানে মদিনার একটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৫:৫৫ অপরাহ্ণ