১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৯

বিশ্বকাপে সরাসরি খেলতে বাধা নেই টাইগারদের

স্পোর্টস ডেস্ক:

অায়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় এক ম্যাচ আগেই ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নেয় নিউজিল্যান্ড। ফলে কিউইদের বিপক্ষে শেষ ম্যাচটি হয়ে উঠে কেবল নিয়মরক্ষার। তবে বাংলাদেশের জন্য অনেক কিছু পাওয়ার ছিল। প্রথমত দেশের বাইরে নিউজিল্যান্ডেরকে হারানো, প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে ওঠা আর ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। বলতে পারেন, শেষ ম্যাচটিতে জয় বাংলাদেশকে দিয়েছে দু’হাত ভরে।

যদিও বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের সময়সীমা বেধে দেয়া আছে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বর্তমানে ৭ নম্বরে নেমে যাওয়া শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান ভগ্নাংশের এবং আট নম্বরে থাকা পাকিস্তানের সঙ্গে ব্যবধান ৫। আর নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান তৈরি হয়েছে ১৪ পয়েন্টের। এর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ৯ নম্বরে থাকা ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট বাড়ার কোনোই সম্ভাবনা নেই আর। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চরমভাবে ব্যর্থ হলেও বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৫, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ