আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের সদস্যদের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন জিহাদি নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘শনিবার সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন আইএস সদস্য নিহত হয়েছে।’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর অনুগত সেনারা গত ডিসেম্বরে ইদলিব পুনর্দখলের লক্ষ্যে অভিযান শুরু করে। সিরিয় বাহিনী শুক্রবার ইদলিব প্রদেশ থেকে আইএসকে নির্মূল করার ঘোষণা দেয়ার পর সর্বশেষ এ সংঘর্ষের ঘটনা ঘটে। এএফপি।
দৈনিক দেশজনতা /এন আর