২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫১

নেত্রকোণায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোণায় চার মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী শিল্পী আক্তারকে হত্যার দায়ে জুয়াড়ি স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত থেকে। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। রবিবার দুপুরে নেত্রকোণা জেলা দায়রা জজ রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত হলেন- সদর উপজেলার বর্শিকূড়া গ্রামের মো. সোয়াব মিয়া।

নেত্রকোণা ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ জানান, স্বামী সোয়াব মিয়া নিযমিত  জুয়া খেলতেন। এ কারণে সোয়াব মিয়া বাড়িতে সংসার চালানোর জন্যে টাকা-পয়সা দিতেন না। এ নিয়ে ২০১৬ সালের ২৬ এপ্রিল রাতে  স্বামী সোয়াব মিয়া ও তার স্ত্রী শিল্পী আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোয়াব মিয়া স্ত্রী শিল্পী আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন শিল্পী আক্তারের ভাই স্বপন মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে স্বামী সোয়াব মিয়া নেত্রকোণা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক আলমগীর কবীর শিপনের কাছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিবরণ জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ একই বছরের ২৫ জুলাই অভিযোগপত্র দেয় আদালতে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৩:৩৬ অপরাহ্ণ