নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রমনা থানায় দায়ের তিন মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল। মামলায় পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত আসামিরা জামিনে থাকবেন বলে হাইকোর্ট আদেশে বলেছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

