১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। রোববার সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওনা হন। তার সঙ্গে রয়েছেন ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপন ও বড় ছেলে সীমান্ত।
মেয়র আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল এ তথ্য নিশ্চিত করেন।
আইভীর পারিবারিক সূত্রমতে, গত ১৮ই জানুয়ারি অসুস্থ্য হয়ে মেয়র আইভী ঢাকার ল্যাবএইড হাসাপাতালে ভর্তি হন। সেখানে ৫দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হলেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন।
ওই সময় চিকিৎকরা বলেছেন, আপাতত আইভী সুস্থ থাকলেও তার মাথার পেছনের দিকে ব্রেন স্ট্রোকজনিত রক্তক্ষরণের কারণে সিটি এনজিওগ্রাম পরীক্ষা দরকার। কিন্তু আপাতত সেই পরীক্ষা করা সম্ভব নয়। দিন দশেক পর এ পরীক্ষা করা যাবে। এরপরই রোগটির পুনঃমূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে মনে করছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ