স্পোর্টস ডেস্ক:
প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ‘সিটিজেন’দের আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো একাই করেছেন চার গোল! অন্য গোলটা রাহিম স্টার্লিংয়ের। অথচ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে স্কোরলাইন ছিল ১-১। তৃতীয় মিনিটে সিটিকে এগিয়ে দিয়েছিলেন স্টার্লিং। ২৪ মিনিটে সেই গোলটা শোধ করেন লেস্টারের জ্যামি ভার্ডি। তখনো কে জানত, দ্বিতীয়ার্ধে কী ঝড়টাই না বয়ে যাবে অতিথিদের ওপর দিয়ে!
ঝড়ের নাম আগুয়েরো। দ্বিতীয়ার্ধে ৪৮ থেকে ৫৩, পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ৭৭ মিনিটে পূর্ণ করেন এবারের লিগে নিজের তৃতীয় হ্যাটট্রিক। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে করেন চতুর্থ গোল। এই নিয়ে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে চার বা এর বেশি গোল করলেন আগুয়েরো, যা প্রতিযোগিতার ইতিহাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।
ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারে প্রথমবারের মতো ইতিহাদ স্টেডিয়ামে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে গোল (১৪টি) করলেন আগুয়েরো। এর মধ্যে শেষ তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক। এ ছাড়া আগুয়েরো চতুর্থ খেলোয়াড় যিনি প্রিমিয়ার লিগে টানা চার মৌসুমে ২০ বা এর বেশি গোল করলেন। অন্য তিনজন অ্যালান শিয়েরার, থিয়েরি অঁরি ও হ্যারি কেন। এর মধ্যে অঁরির কীর্তি টানা পাঁচ মৌসুমে।
ম্যানচেস্টার সিটির জয়ের দিনে হেরেছে আর্সেনাল। ‘গানার্স’দের ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। জয়সূচক একমাত্র গোলটা করেছেন দারুণ ফর্মে থাকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড আজ নিউক্যাসলের মাঠে খেলবে। ৫২ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে তিনে উঠে এসেছে টটেনহাম।
দৈনিকদেশজনতা/ আই সি