দেশজনতা ডেস্ক:
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৪ মে) তিনি টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
এ সময় প্রচণ্ড তার সরকারের ৯ মাসের নানা সাফল্য তুলে ধরেন। দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে চলা মাওবাদী সশস্ত্র লড়াইয়ে নেতৃত্ব দেন প্রচণ্ড।
নেপালি কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২০১৬ সালের ৩ আগস্ট ৯ মাসের জন্য দায়িত্ব গ্রহণ করেন ‘প্রচণ্ড’। সেই অনুযায়ী এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন কংগ্রেসের সভাপতি শেরবাহাদুর দেওবা।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে নেপালে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই পর্যন্ত ক্ষমতায় থাকবেন শেরবাহাদুর দেওবা।
উল্লেখ্য, ২০০৬ সালে সরকারের সঙ্গে শান্তিচুক্তির পর প্রকাশ্য রাজনীতিতে ফেরে মাওবাদীরা। ২০০৮ সালে প্রথম বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর ৯ মাস ক্ষমতায় ছিলেন প্রচণ্ড।
দৈনিক দেশজনতা/এন আর