১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

রায়ের সার্টিফাইড কপি পেলে খালেদা জিয়ার জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে সাক্ষাৎ করার পর তার আইনজীবীরা জানিয়েছেন, রায়ের সার্টিফাইড কপি পেলে সোম অথবা মঙ্গলবার তার জামিন আবেদন করা হবে।
শনিবার সন্ধ্যায় তার আইনজীবী ও দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
ব্যারিস্টার মওদুদ আহমেদর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে, এটা অন্যায়।
এসময় তিনি আরও বলেন, রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে সোম-মঙ্গলবারের মধ্যে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল ও খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে।
এর আগে বিকেল সাড়ে ৪টায় ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে ৫ আইনজীবী কারাগারে প্রবেশ করেন।
আইনজীবী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আবদুর রেজ্জাক খান ও এ জে মোহাম্মদ আলী।

 

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ৪:২৫ অপরাহ্ণ