১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

পাকিস্তানেও নিষিদ্ধ হচ্ছে ‘একসঙ্গে তিন তালাক’

আন্তর্জাতিক ডেস্ক:

এবার পাকিস্তানেও নিষিদ্ধ হতে যাচ্ছে একসঙ্গে তিন তালাক। একসঙ্গে তিন তালাককে ‘শাস্তিযোগ্য অপরাধ’ আখ্যা দিয়ে এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করবে দেশটির আইনি প্রতিষ্ঠান ইসলামিক নজরিয়াতি কাউন্সিল। এক বৃটিশ সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন ইসলামিক নজরিয়াতি কাউন্সিলের চেয়ারম্যান কিবলা আয়াজ। সূত্র: আল আরাবিয়া
কিবলা আয়াজ বলেন, ইতোমধ্যেই সুপারিশনামাটি তৈরি করা হয়েছে। শীঘ্রই এটি পার্লামেন্টে উত্থাপন করা হবে। একসঙ্গে তিন তালাক দিলে শাস্তির প্রস্তাব রেখে এ সংক্রান্ত একটি বিল তৈরি করার পরা আইনমন্ত্রণালয়েও পাঠানো হবে। যার আওতায় একসঙ্গে তিন তালাককে নিষিদ্ধ ঘোষণাও হতে পারে। এক প্রশ্নের জবাবে কিবলা আয়াজ বলেন, একসঙ্গে তিন তালাক দিলে তালাক হয়ে যাবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আদালত। আমাদের দুর্ভাগ্য যে, আমাদের সমাজ শুধু নারীদেরকেই আলোচনার বিষয়বস্তু বানিয়ে নিয়েছে। আমরা নারীদের অধিকার আদায়ের বিষয়েও সুপারিশনামা প্রস্তুত করছি।

উল্লেখ্য, ইসলামি নজরিয়াতি কাউন্সিল পাকিস্তানের সংবিধাভুক্ত একটি আইনি প্রতিষ্ঠান। যার লক্ষ্য দেশটির পার্লামেন্টসহ সরকারকে নানা বিষয়ে কুরআন সুন্নাহ আইন অনুযায়ী পরামর্শ দিবে। তবে কাউন্সিলের প্রস্তাবনা সুপারিশ প্রকৃতির হওয়ার কারণে তা মানতে বাধ্য থাকবে না পার্লামেন্ট। ১৯৭৩ সালে পাকিস্তানে কুরআন সুন্নাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে সংবিধানভুক্ত করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১:১৫ অপরাহ্ণ